Country

3 months ago

Fire Breakout at Maharashtra: মহারাষ্ট্রের বুলধানায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়েতে আগুন ধরে গেল গাড়িতে, প্রাণ হারালেন ৩ জন

Fire Breaksout at Maharashtra (Symbolic Picture)
Fire Breaksout at Maharashtra (Symbolic Picture)

 

বুলধানা, ২৯ মে:  মহারাষ্ট্রের বুলধানা জেলায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ের ওপর আগুন ধরে গেল একটি গাড়িতে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি, এরপর সেই গাড়িতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। সোমবার সকাল পাঁচটা থেকে ৫.৩০ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।

বিবি থানার একজন পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার সকাল পাঁচটা থেকে ৫.৩০ মিনিটের মধ্যে সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ের ওপর দেউলগাঁও কোল গ্রামের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে, এরপর সেই গাড়িতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। গাড়িতে ৩ জনই ছিলেন। 

You might also like!