Country

2 weeks ago

Coimbatore gang rape: কোয়েম্বাটুরে এমবিএ পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় ধৃত ৩ অভিযুক্ত

Coimbatore gang rape
Coimbatore gang rape

 

কোয়েম্বাটুর, ৪ নভেম্বর : তামিলনাড়ুর কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে এমবিএ পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীদের হাত থেকে পালানোর চেষ্টা করায় তিন অভিযুক্তের পায়েই গুলি করেছে পুলিশ, এমনটাই সূত্রের খবর। রবিবার জোর করে গাড়ি থেকে নামিয়ে তরুণীকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ধৃতদের নাম - গুনা, কারুপ্পাসামি এবং কার্তিক ওরফে কালীশ্বরন। কোয়েম্বাটুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছে এই ৩ জন। তদন্তকারীদের হাত থেকে পালানোর চেষ্টা করছিল অভিযুক্তরা, কোয়েম্বাটুর শহরের উপকণ্ঠে ভেল্লাকিনারুতে পুলিশ তাদের পায়ে গুলি করে। জখম অবস্থায় ৩ জন হাসপাতালে ভর্তি।

কোয়েম্বাটুর সিটি পুলিশ কমিশনার সারাভানা সুন্দর জানিয়েছে, কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ এবং তাঁর প্রেমিককে হত্যার অভিযোগে ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শহরের উপকণ্ঠে ভেল্লাকিনারুতে অভিযুক্তরা পালানোর চেষ্টা করার সময় পুলিশ তাদের পায়ে গুলি করে। আহত অভিযুক্তরা হল - গুনা, কারুপ্পাসামি এবং কার্তিক ওরফে কালীশ্বরণ। সকল অভিযুক্তকে জিএইচ কোয়েম্বাটুরে পাঠানো হয়েছে। এনকাউন্টারে একজন হেড কনস্টেবলও আহত হয়েছেন। তদন্ত চলছে।

You might also like!