গুপ্তকাশী, ৬ অক্টোবর : একাদশতম জ্যোতির্লিঙ্গ ভগবান কেদারনাথের দরজা শীত ঋতুর জন্য ২৭ অক্টোবর সকাল আটটায় ভাইয়া দুজ উৎসব উপলক্ষে তুলা লগ্নে বন্ধ থাকবে।
বিজয়াদশমী উৎসবে শীতের আসনের স্থান ওমকারেশ্বর মন্দিরে পঞ্চাঙ্গ গণনা অনুসারে এই তারিখ ঘোষণা করা হয়েছে। এবার ভগবান কেদারনাথের দরজা শীতের মরসুমের জন্য বন্ধ হয়ে যাবে ২৭ অক্টোবর সকাল ৮ টায় তুলা লগ্নে।
দরজা বন্ধ হওয়ার পরে ডলি ধাম থেকে প্রভু কেদারনাথের পঞ্চমুখী চলন্ত বিগ্রহ উৎসব রওনা হবে। প্রথম রাত্রি যাপনের জন্য রামপুরে পৌঁছাবে বাবার ডলি। ২৯ অক্টোবর শীতের আসর বসবে ওমকারেশ্বর মন্দিরে।
অন্যদিকে, শীতের আসনের স্থান উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে পঞ্চাঙ্গ গণনা অনুসারে বিজয়াদশমী উৎসবে দ্বিতীয় কেদার ভগবান মদমহেশ্বরের দরজা বন্ধের তারিখও ঘোষণা করা হয়েছে। এবার বৃশ্চিক রাশিতে শীতের জন্য মদমহেশ্বর ধামের দরজা বন্ধ হয়ে যাবে ১৮ নভেম্বর রাত ৮ টায়। ভগবান মদমহেশ্বরের দরজা বন্ধ হওয়ার পরে ভগবান মদমহেশ্বরের দেবতা উত্সব ডলি ধাম থেকে ছেড়ে যাবে এবং প্রথম রাত্রি যাপনের জন্য গৌন্ডার গ্রামে পৌঁছে ২১ নভেম্বর শীতকালীন আসন ওমকারেশ্বর মন্দিরে বসবে।