Country

10 months ago

Diwali 2023 : দীপাবলির রাতে বাজির তাণ্ডব দিল্লিতে, ২০৮টি আগুন লাগার খবর পেল দমকল

208 fire incident in Delhi (Symbolic picture)
208 fire incident in Delhi (Symbolic picture)

 

নয়াদিল্লি, ১৩ নভেম্বর : নিষেধাজ্ঞাকে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে দীপাবলির রাতে দিল্লিতে দাপটের সঙ্গে ফাটল আতশবাজি। আতশবাজি ফাটানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, রাজধানী দিল্লিতে দীপাবলির রাতে দাপটের সঙ্গে ফাটল বাজি। সোমবার সকালে দিল্লির গোলে মার্কেট, পাহাড়গঞ্জ, রাম নগর মার্কেটে দীপাবলি পরবর্তী সকালে বিভিন্ন জায়গায় আতশবাজির বর্জ্য দেখা গিয়েছে। মন্দির মার্গেও আতশবাজির বর্জ্য দেখা গিয়েছে। আতসবাজির এই বর্জ্য দেখা বোঝাই গিয়েছে, দিল্লিতে কী পরিমান আতশবাজি ফাটানো হয়েছে।

দীপাবলির রাতে আগুন লাগার ২০৮টি ফোনও পেয়েছিল দমকল। তার মধ্যে অধিকাংশই ছিল আতসবাজির জন্য সৃষ্ট আগুন। এই অগ্নিকাণ্ড গত বছরের তুলনায় বেশি। দিল্লিতে দীপাবলির রাতে আগুন সংক্রান্ত ফোন পাওয়ার বিষয়ে দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ বলেছেন, "এই দীপাবলিতে কোনও অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷ গতকাল ২২টি আতশবাজি-সম্পর্কিত ফোন সহ মোট ২০৮টি আগুন-সংক্রান্ত ফোন এসেছে৷ সদর বাজারের ডেপুটিগঞ্জ থেকে শুধুমাত্র একটি বড় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে, যেখানে দমকলের ২৪টি ইঞ্জিন পাঠানো হয়।

You might also like!