Country

8 months ago

Train Derail : ডিডিইউ-গয়া রুটে লাইনচ্যুত মালগাড়ির ২০টি বগি, হাওড়া-দিল্লি শাখায় বিপর্যস্ত রেল পরিষেবা

Goods train derail
Goods train derail

 

চান্দাউলি (উত্তর প্রদেশ), ২১ সেপ্টেম্বর : পন্ডিত দীনদয়াল উপাধ্যায় (ডিডিইউ)-গয়া রেল রুটের কুমাউ স্টেশনের (বিহারের রোহতাস জেলা) কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছে মালগাড়ির ২০টি বগি। বুধবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ মালগাড়ির মোট ২০টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। হাওড়া-নতুন দিল্লি রেল রুটের গয়া-ডিডিইউ রেল সেকশনে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে।

ভারতীয় রেলওয়ের ডিআরএম (ডিডিইউ) জানিয়েছেন, বুধবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ ডিডিইউ-গয়া রেল রুটের কুমাউ স্টেশনের (বিহারের রোহতাস জেলা) কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ির ২০টি বগি। হাওড়া-নতুন দিল্লি রেল রুটের গয়া-ডিডিইউ রেল সেকশনে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। শুরু হয়েছে রেললাইন মেরামতের কাজ।


You might also like!