থানে, ২০ নভেম্বর : মহারাষ্ট্রের থানে এবং নভি মুম্বইয়ের স্কাইওয়াকে ২টি ডাকাতির ঘটনা প্রকাশ্যে এসেছে। সোমবার পুলিশ আধিকারিক একথা জানিয়েছেন। মহারাষ্ট্রের থানে শহর এবং পার্শ্ববর্তী নাভি মুম্বই শহরে স্কাইওয়াকগুলিতে ডাকাতির দুটি পৃথক ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার ডাকাতির দুটি ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ আধিকারিকরা।
চিতলসার থানার এক আধিকারিক জানিয়েছেন, রবিবার রাতে এক ব্যক্তি কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তিনি থানে শহরের আর মলের কাছে একটি স্কাইওয়াকে ছিলেন, তখন আচমকাই রাত 8 টার দিকে একজন ব্যক্তি পেছন থেকে এসে ধাক্কা দিয়ে ফোন কেড়ে পালায়। অভিযুক্তরা ভিকটিমের ২৫,০০০ টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অভিযোগকারী তাঁর ফোন ফেরত পাওয়ার জন্য জোর করলে অভিযুক্তরা তাকে ঘুষি মেরে আহত করে রাস্তায় ফেলে দেয়। পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি এই অপরাধের বিষয়ে পুলিশে অভিযোগ করলে ডাকাতরা ভয়ানক পরিণতির হুমকি দেয়।
অন্য একটি ঘটনায় এক ব্যাক্তিকে দুই মহিলা সহ চারজন মাথায় ছুরি দিয়ে আক্রমণ করে। তারপর তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া তার থেকে ৪,১০০ টাকা মূল্যের নগদও কেড়ে নেওয়া হয় বলে অন্য এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।