Country

1 year ago

Uttar Pradesh:উত্তরপ্রদেশের মির্জাপুরে ট্রাক্টরের ধাক্কায় মৃত ২ বাইক আরোহী

Uttar Pradesh accident
Uttar Pradesh accident

 

মির্জাপুর, ৪ ফেব্রুয়ারি  : উত্তরপ্রদেশের মির্জাপুরে ট্রাক্টরের ধাক্কায় ২জন বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে।

আহরাউড়া থানা এলাকার কুদারন-আধওয়ার সড়কের একটি কালভার্টের কাছে একটি ট্রাক্টরের ধাক্কায় ২জন বাইক আরোহী যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতরা হলেন, অরবিন্দ (২৬) এবং দীপক (২৫)।

পুলিশ জানিয়েছে ২জন শনিবার রাতে বাইকে করে গ্যাস সিলিন্ডার নিয়ে আহরাউড়া থেকে বাড়ি ফিরছিলেন। কুদরান খাল কালভার্টের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর আচমকাই তাদের বাইককে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ২ যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

You might also like!