Country 5 months ago

Rahul Gandhi : ত্রিশুরের থিরুর থেকে রাহুলের 'ভারত জোড়ো যাত্রা'র ১৮ তম দিনের যাত্রা শুরু

Rahul Gandhi at Bharat Joro yatra

 

ত্রিশুর (কেরল), ২৫ সেপ্টেম্বর : প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'র ১৮ তম দিন রবিবার ত্রিশুরের থিরুর থেকে বিপুল সংখ্যক লোকের অংশগ্রহণে শুরু হয়েছে।

আজকের যাত্রা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ফরেন চার্চে সকাল ১০ টায় থামবে এবং ভাদাক্কাঞ্চেরি জংশন থেকে বিকাল ৫ টায় আবার শুরু হবে এবং সন্ধ্যা ৭ টায় ভেট্টিকাত্তিরিতে পৌঁছাবে। রাহুল গান্ধী শনিবার বলেন, এই যাত্রার উদ্দেশ্য হল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ঘৃণার বিরোধিতা করা, সাম্প্রদায়িক এজেন্ডার বিরুদ্ধে লড়াই করা, অর্থনৈতিক ভুল নিয়ে প্রশ্ন তোলা এবং কৃষক ও যুবকদের আওয়াজ তোলা।

কেরলের ওয়ানাডের সাংসদ গান্ধী বলেন, "বিভক্ত এবং ঘৃণা-ভরা ভারত আমাদের স্বার্থে নয়। কেরালার মানুষ দেখিয়েছে যে তারা ঘৃণা নয় ভালোবাসায় বিশ্বাসী। তারা বিভাজন নয়, ঐক্যে বিশ্বাসী। কেন্দ্রের সরকার ঘৃণা, ঔদ্ধত্য ও বিভাজন প্রচার করছে।"

You might also like!