নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর : দেশের ১৪০ কোটি মানুষই শক্তি ও সম্পদ, এই মতাদর্শে বিশ্বাসী বিজেপি। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডার কথায়, ১৪০ কোটি মানুষ আমাদের শক্তি ও সম্পদ, এটাই আমাদের চিন্তাধারা। ১৪০ কোটি মানুষের গুণগত অংশগ্রহণ কীভাবে বাড়ানো যায় তা বিজেপির সর্বদা লক্ষ্য ছিল। নাড্ডা এদিন দিল্লিতে ভারত ২৪-এর স্বাস্থ্য ভারত সম্মান কনক্লেভে ভাষণ দেন।
তিনি বলেছেন, "আমরা মায়ের পরম স্নেহে বিশ্বাস করি। আমরা নিশ্চিত করার চেষ্টা করি, ভারতে জন্মগ্রহণকারী প্রতিটি শিশু যেন একটি সুস্থ মন এবং সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকে। শিশুদের মনের সুস্থ বিকাশ নিশ্চিত করতে সরকারের সময়মত হস্তক্ষেপ প্রয়োজন। এরই প্রেক্ষিতে মোদীজি গুজরাটে তাঁর অভিজ্ঞতা এবং ইতিবাচক ফলাফলের পরে, ভারতের স্বাস্থ্য নীতিতে সংস্কার আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি স্বাস্থ্যের প্রতি একটি সামগ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির সিদ্ধান্ত নেন এবং একটি ব্যাপক স্বাস্থ্য নীতি নিয়ে আসেন।"