Country

2 months ago

Supreme Court: কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল-সহ ১৪ বিরোধী দল

Supreme Court of India
Supreme Court of India

 

নয়াদিল্লি, ২৪ মার্চ  : কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হচ্ছে, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস-সহ দেশের ১৪টি বিরোধী দল। বিরোধী দলগুলির অভিযোগ, সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিগুলি কেবল বিজেপি বিরোধী দলগুলিকে টার্গেট করে চলেছে। আগামী ৫ এপ্রিল এই মামলার শুনানি হতে পারে দেশের সর্বোচ্চ আদালতে।

মামলাকারী বিরোধী দলগুলির আরও অভিযোগ, যে নেতারা বিজেপিতে যোগদান করেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না ইডি বা সিবিআই। যদিও দেশের প্রধান শাসকদলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সি স্বাধীনভাবে কাজ করে চলেছে।

তৃণমূল কংগ্রেস ছাড়াও সুপ্রিম কোর্টে মামলা দায়েরকারী এই ১৪ বিরোধী দলের তালিকায় রয়েছে কংগ্রেস, আম আদমি পার্টি, জনতা দল(ইউ), ভারত রাষ্ট্র সমিতি, রাষ্ট্রীয় জনতা দল, সমাজবাদী পার্টি, শিবসেনা-উদ্ধব ঠাকরে, ন্যাশনাল কনফারেন্স, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, বাম ও ডিএমকে।

You might also like!