Country

6 months ago

Bharat joro Yatra : ত্রয়োদশতম দিনে পড়ল 'ভারত জোড়ো যাত্রা', উৎসাহ ও উদ্দীপনায় উজ্জীবিত কংগ্রেস নেতৃত্ব

Rahul Gandhi  at Bharat joro Yatra

 

আলাপ্পুঝা, ২০ সেপ্টেম্বর : দেখতে দেখতে ত্রয়োদশতম দিনে পড়ল কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'। মঙ্গলবার সকালে কেরলের আলাপ্পুঝার চেরথালা থেকে শুরু হয় কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা', কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রায় হাঁটেন অসংখ্য কংগ্রেস নেতা, কর্মী ও সমর্থকরা। সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা দেখা গিয়েছে।

রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' যত এগোচ্ছে, ততই উজ্জীবিত হচ্ছে কংগ্রেস নেতৃত্ব। এদিন সকালে পদযাত্রা শুরু হওয়ার পর কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, নিজেদের সংকল্পে আমরা অটল। ঘৃণা সর্বদা প্রেম এবং ঐক্যের শক্তির সামনে আত্মসমর্পণ করবেই। হাজার হাজার কংগ্রেস কর্মী-সমর্থকরা এদিনও রাহুলের নেতৃত্বে পদযাত্রায় পা মেলান। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে পদযাত্রা চাক্ষুস করেন সাধারণ মানুষজন। প্রসঙ্গত, এযাবৎ ২২৫ কিলোমিটার পথ অতিক্রম করেছে 'ভারত জোড়ো যাত্রা'।


You might also like!