Country

3 months ago

Manoj sinha :২০২৪-এর মার্চের মধ্যে জম্মু-কাশ্মীরে ১২৯টি স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র চালু হবে : মনোজ সিনহা

Manoj sinha
Manoj sinha

 

শ্রীনগর, ২ জুন : জম্মু ও কাশ্মীরে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে ১২৯টি স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র চালু করতে প্রস্তুত সরকার। শুক্রবার জোর দিয়ে বলেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে ১২৯টি স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র চালু করা হবে জম্মু ও কাশ্মীরে।

তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় প্রকল্পের অধীনে, ১৭টি নতুন আয়ুষ ডিসপেনসারি চালু করা হয়েছে এবং চলতি বছরে আরও ১৭টি ডিসপেনসারি কার্যকর করা হবে।" তিনি আরও বলেন, "কুলগাম, কুথুয়া, কুপওয়ারা, কিশতওয়ার এবং সাম্বা-সহ জম্মু ও কাশ্মীরের পাঁচটি জেলায়, আমরা প্রতিটিতে ৫০টি শয্যার সমন্বিত আয়ুষ হাসপাতাল স্থাপন করছি। ২০২০ সাল থেকে কোভিড প্রাদুর্ভাবের পরে, জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার অন্তত অর্ধেক নাগরিককে আয়ুশ অনাক্রম্যতা বুস্টার এবং সহায়তা ওষুধ দেওয়া হয়েছে।"


You might also like!