বিজাপুর : ছত্তিশগড়ে আধাসামরিক বাহিনীর গুলিতে নিহত ১২ মাওবাদী। বিজাপুর জেলার গঙ্গালুরে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। এখনও পর্যন্ত গঙ্গালুরের ওই এলাকায় ১২ জন মাওবাদীর মৃতদেহ পাওয়া গিয়েছে।
পুলিশ ও আধাসামরিক বাহিনীর যৌথ অভিযানে গত এপ্রিলে মৃত্যু হয় ২৯ জন মাওবাদীর। তবে সেই অভিযান বস্তারে হয়। এদিনের অভিযান হয়েছে বিজাপুর জেলায়। বস্তার আর বিজাপুর ছাড়াও আরও দুই জেলা দান্তেওাড়া এবং সুকমাতেও মাওবাদীরা সক্রিয়। সরকারি সূত্রে দাবি, চলতি বছরে এখনও পর্যন্ত শতাধিক মাওবাদীর মৃত্যু হয়েছে। ২০১৯ সালের পর এই সংখ্যাই সর্বোচ্চ বলে দাবি।
বিজাপুরের গঙ্গালুর এলাকাকে মাওবাদীদের শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। তবে শুক্রবারের সফল অভিযানের জন্য পুলিশ ও আধাসামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরাবর বলে এসেছেন, তাঁরা ছত্তিশগড়কে মাওবাদ-মুক্ত করতে চান। ছত্তিশগড়ের মানুষ এখন ডবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছেন।’