Country

10 months ago

12 Chief Ministers along with Modi's nomination in Varanasi:বারাণসীতে মোদির মনোনয়নে সঙ্গী 12 মুখ্যমন্ত্রী

12 Chief Ministers along with Modi's nomination in Varanasi
12 Chief Ministers along with Modi's nomination in Varanasi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃউত্তর প্রদেশের বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুপুরে ডিএম অফিসে গিয়ে মনোনয়ন পত্র পেশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। মনোনয়ন পত্র পেশ করার সময় প্রধানমন্ত্রীর কাছেই বসেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্রী যোগী আদিত্যনাথ। সপ্তম দফায় আগামী ১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দিলেন মোদী।

মনোনয়ন জমা দেওয়ার আগে দশাশ্বমেধ ঘাটে গঙ্গায় স্নান সেরে দেবী গঙ্গাকে প্রণাম জানাবেন প্রধানমন্ত্রী ৷ সেখান থেকে বাবা কাল ভৈরব মন্দিরে যাবেন পুজো দিতে । তারপর মনোনয়ন জমা দিতে কালেক্টরেট যাবেন প্রধানমন্ত্রী । সূত্রের খবর, মুখ্যমন্ত্রীদের তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, বিহারের নীতীশ কুমার, মধ্যপ্রদেশের মোহন যাদব, ছত্তিশগড়ের বিষ্ণু দেও সাই এবং মহারাষ্ট্রের একনাথ শিন্ডে ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, অসমের হিমন্ত বিশ্ব শর্মা, গোয়ার প্রমোদ সাওয়ান্তদেরও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার কথা রয়েছে ৷

ঘটনাচক্রে মঙ্গলবার পুশ্য নক্ষত্রের অধীনে গঙ্গা সপ্তমীর মাহেন্দ্রক্ষণে মনোনয়ন জমা দিতে চলেছেন প্রধানমন্ত্রী ৷ জ্যোতিষী পণ্ডিত ঋষি দ্বিবেদী জানান, শাস্ত্রানুসারে একাধিক গ্রহ-নক্ষত্রের অবস্থানে পরিবর্তনের ফলে মূলত এই ধরণের যোগ দেখা যায় ৷ পবিত্র এই যোগেই মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী ৷ মনোনয়ন জমা দেওয়ার পর রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মোদির ৷

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বে আগামী 1 জুন ভোট হবে বারাণসীতে। সোমবার সন্ধ্যায় ছয় কিলোমিটার দীর্ঘ রোড শো করেন প্রধানমন্ত্রী ৷ সেই সঙ্গে এদিন সন্ধ্যায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দেন তিনি ৷ বারাণসীর এই মেগা রোড শো-কে কেন্দ্র করে ভিড় জমান প্রচুর মানুষ ৷ গেরুয়া পতাকা, বেলুন এবং ছোট ছোট ত্রীশূল হাতে প্রধানমন্ত্রীকে সংবর্থনা জানান তাঁরা ৷


You might also like!