Country

8 months ago

11 persons injured in an accident : পানভেলে গণেশ বিসর্জনে দুর্ঘটনা, জখম ১১

11 persons injured in an accident
11 persons injured in an accident

 

মুম্বই, ১০ সেপ্টেম্বর : মুম্বই সংলগ্ন পানভেলের ভাদঘর কোলিওয়াড়ায় গণেশ বিসর্জন ঘাটে এক দুর্ঘটনায় ১১ জন জখম হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে আটজনকে গ্রামীণ হাসপাতালে এবং দুজনকে লাইফলাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত একজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন হর্ষদ পানভেলকর (৩২), মানস কুম্ভর (১৭), রূপালী পানভেলকর (৩৫), রীতেশ পানভেলকর (৩৮), নিহাল চোনকার (৫), সর্বম পানভেলকর (১৫), দিলীপ পানভেলকর (৬৫), দিপালি পানভেলকর (৬৫), বেদান্ত কুমহার (১৮), দর্শন শিবশিবকর (৩৬), তানিষ্ক পানভেলকর (৯ মাস)। পুলিশ জানিয়েছে, ঘাটে গণেশ ভক্তদের সুবিধার্থে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছিল। শুক্রবার গভীর রাতে এখানে প্রবল বৃষ্টি হচ্ছিল। এসময় জেনারেটরের তার ছিঁড়ে এক যুবকের ওপর পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবককে সাহায্য করতে যাওয়া ১১ জন আহত হয়েছেন।

You might also like!