নয়াদিল্লি, ২ অক্টোবর : দেখতে দেখতে ১০ বছর হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের স্বচ্ছ ভারত অভিযানের। বুধবার মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে দিল্লির একটি স্কুলে স্বচ্ছতা অভিযানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে স্বচ্ছতা অভিযানে অংশ নেন প্রধানমন্ত্রী।
ঝাড়ু হাতে নিয়ে নিজের হাতেই সাফাই অভিযানে সামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী এদিন নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "গান্ধী জয়ন্তীতে আমার ছোট বন্ধুদের সঙ্গে স্বচ্ছতা অভিযানে অংশ নিয়েছি। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারাও এই ধরনের কোনও না কোনও কর্মসূচিতে অংশ নিন এবং একই সঙ্গে স্বচ্ছ ভারত মিশনকে শক্তিশালী করতে থাকুন।"