Country

2 weeks ago

PM jandhan yojna : কোটি কোটি মানুষকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম জন ধন যোজনা : প্রধানমন্ত্রী

PM jandhan yojna (symbolic picture)
PM jandhan yojna (symbolic picture)

 

নয়াদিল্লি, ২৮ আগস্ট : প্রধানমন্ত্রী জন ধন যোজনার ১০-বছর পূর্তি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন ধন যোজনার সুফল তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, "জন ধন যোজনা আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং কোটি কোটি মানুষকে, বিশেষ করে মহিলা, যুবসমাজ এবং প্রান্তিক সম্প্রদায়কে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আজ আমরা একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ-জন ধন যোজনার ১০ বছর উদযাপন করছি। সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন এবং যারা এই প্রকল্পকে সফল করার জন্য কাজ করেছেন তাঁদের সবাইকে অভিনন্দন। জন ধন যোজনা আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং কোটি কোটি মানুষকে, বিশেষ করে মহিলা, যুবসমাজ এবং প্রান্তিক সম্প্রদায়কে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম।

You might also like!