Country

1 year ago

১ অক্টোবর থেকে যাত্রীবাহী ট্রেনের নতুন সময়সূচি জারি

Railway Service
Railway Service

 

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর  : ভারতীয় রেলওয়ে যাত্রীবাহী ট্রেনের জন্য নিজেদের নতুন সময়সূচি প্রকাশ করেছে। এই সময়সূচি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। একাধিক নির্ধারিত/স্পেশাল ট্রেনের যাত্রা শুরু, যাত্রা সমাপ্তির স্টেশন এবং স্টপেজের সময়সূচিও সংশোধন করা হয়েছে। এছাড়া কিছু ট্রেনের যাত্রার সময় হ্রাস করতে গতি বৃদ্ধি করা হয়েছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ৫৫টির মতো ট্রেনের যাত্রার সময় ১৫ মিনিট থেকে ১৫৫ মিনিট পর্যন্ত হ্রাস করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ ট্রেন যেমন ১২৪২৩ নম্বর ডিব্রুগড় টাউন-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস ২০ মিনিট, ১৩২৮১ নম্বর ডিব্রুগড়-রাজেন্দ্রনগর এক্সপ্রেস ৯০ মিনিট, ১৫৭৫৪ নম্বর গুয়াহাটি-আলিপুরদুয়ার জংশন এক্সপ্রেস ৮০ মিনিট, ১২৪২৪ নম্বর নিউ দিল্লি-ডিব্রুগড় টাউন রাজধানী এক্সপ্রেস ৫৫ মিনিট, ১৩১৮১ নম্বর কলকাতা-শিলঘাট টাউন কাজিরঙা এক্সপ্রেস ৭৫ মিনিট, ১৫৪৭৮ নম্বর গোমতিনগর-কামাখ্যা এক্সপ্রেস ৬০ মিনিট, ১৫৪১৭ নম্বর আলিপুরদুয়ার জংশন-শিলঘাট টাউন রাজ্যরানি এক্সপ্রেস ৬৫ মিনিট, ১৫৬২৯ নম্বর তামবারাম-শিলঘাট টাউন নগাঁও এক্সপ্রেস ৬৫ মিনিট, ১৫৬৪৭ নম্বর লোকমান্য তিলক-গুয়াহাটি এক্সপ্রেস ৭০ মিনিট, ১৫৯০৪ নম্বর চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ১৫৫ মিনিট, ২০৫০৪ নম্বর নিউদিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস ৫০ মিনিট ইত্যাদি।

এছাড়া গুয়াহাটিতে কয়েকটি ট্রেনের আগমন/প্রস্থানের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এগুলি ১২৫০৪ নম্বর আগরতলা-এসএমভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস, ১২৪২৩ নম্বর ডিব্রুগড় টাউন-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস, ১২৫১৬ নম্বর শিলচর-কোয়েম্বাটোর এক্সপ্রেস, ১৩২৮১ নম্বর ডিব্রুগড়-রাজেন্দ্রনগর এক্সপ্রেস, ১২৪২৪ নিউদিল্লি-ডিব্রুগড় টাউন রাজধানী এক্সপ্রেস, ১৫৯৩৩ নম্বর নিউ তিনসুকিয়া-অমৃতসর এক্সপ্রেস, ১৫৬৪৫ নম্বর লোকমান্য তিলক-ডিব্রুগড় এক্সপ্রেস, ১৫৯১০ নম্বর লালগড়-ডিব্রুগড় অবধ অসম এক্সপ্রেস ইত্যাদি।

১৫৬১৩ নম্বর গুয়াহাটি-মুর্কংসেলেক লাচিত এক্সপ্রেস ও ১৫৭৫৪ নম্বর গুয়াহাটি-আলিপুরদুয়ার জংশন শিফুং এক্সপ্রেসের গুয়াহাটি থেকে রওনা দেওয়ার সময় পরিবর্তন করা হয়েছে। ১৩২৪৫ নম্বর নিউ জলপাইগুড়ি-রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস এবং ১৫৭০৩ নম্বর নিউ জলপাইগুড়ি-বঙাইগাঁও-এর নিউ জলপাইগুড়ি থেকে রওয়ানা দেওয়ার সময় পরিবর্তন করা হয়েছে। ১৫৭৬৮ নম্বর আলিপুরদুয়ার জংশন-শিলিগুড়ি জংশন এক্সপ্রেস ও ১৫৪১৭ নম্বর আলিপুরদুয়ার জংশন-শিলঘাট টাউন রাজ্যরানি এক্সপ্রেস-এর আলিপুরদুয়ার জংশন থেকে রওয়ানা দেওয়ার সময় পরিবর্তন করা হয়েছে। ১৩০৩৪ নম্বর কাটিহার-হাওড়া এক্সপ্রেস-এর কাটিহার থেকে রওয়ানা দেওয়ার সময়ও পরিবর্তন করা হয়েছে। এছাড়া শিলিগুড়ি, গুয়াহাটি, লিডো ইত্যাদি স্টেশন থেকে বিভিন্ন ইন্টারসিটি প্যাসেঞ্জার ট্রেনের রওয়ানা দেওয়ার সময়ও পরিবর্তন করা হয়েছে।


You might also like!