Country

10 months ago

The Indian Antarctic Bill, 2022 : রাজ্যসভাতেও পাশ ভারতীয় অ্যান্টার্কটিক বিল ২০২২, মঙ্গলবার অবধি মুলতুবি অধিবেশন

'The Indian Antarctic Bill, 2022' passed by Rajya Sabha.
'The Indian Antarctic Bill, 2022' passed by Rajya Sabha.

 

নয়াদিল্লি, ১ আগস্ট : লোকসভার পর এবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাশ হল ভারতীয় অ্যান্টার্কটিক বিল, ২০২২। অ্যান্টার্কটিক পরিবেশ ও নির্ভরশীল এবং সংশ্লিষ্ট বাস্তুতন্ত্র রক্ষার জন্য ভারতের নিজস্ব জাতীয় ব্যবস্থা থাকা এই বিলটির লক্ষ্য। এই বিল পাশ হওয়ার পর মঙ্গলবার অবধি মুলতুবি হয়ে গিয়েছে রাজ্যসভার অধিবেশন। এর আগে গত ২২ জুলাই লোকসভায় পাশ হয়েছিল ভারতীয় অ্যান্টার্কটিক বিল, ২০২২। অ্যান্টার্কটিকা বা দক্ষিণ মেরুপ্রদেশ নিয়ে অবশেষে সংসদের উভয়কক্ষে পাশ হল বিল।

লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া ভারতীয় অ্যান্টার্কটিক বিল, ২০২২-এর লক্ষ্য হল অ্যান্টার্কটিক অঞ্চলে ভারত দ্বারা প্রতিষ্ঠিত গবেষণা স্টেশনগুলিতে দেশীয় আইনের প্রয়োগ প্রসারিত করা। এদিন রাজ্যসভায় ভারতীয় অ্যান্টার্কটিকা বিল, ২০২২ আলোচনার জন্য উপস্থাপন করেন কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূ-বিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। এই বিলটি অ্যান্টার্কটিক অঞ্চলে ভারত কর্তৃক স্থাপিত গবেষণা কেন্দ্রগুলিতে দেশীয় আইনের প্রয়োগ প্রসারিত করতে চায়। ভারতের অ্যান্টার্কটিকায় দু'টি সক্রিয় গবেষণা কেন্দ্র রয়েছে -- মৈত্রী এবং ভারতী -- যেখানে বিজ্ঞানীরা গবেষণায় লিপ্ত।

You might also like!