Cooking

3 weeks ago

Thai Chicken Vegetables: থাই - চিকেন ভেজিটেবল কারি গরমের মরশুমে চিকেনের সেরা পদ! রইল রন্ধনপ্রণালী

Thai Chicken Vegetables
Thai Chicken Vegetables

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এই গরমে যতো কম মশলা জাতীয় খাবার খাওয়া যায় স্বাস্থ্যের জন্য ততোই ভালো। এছাড়া গরমও বেশ কম লাগে যদি স্বাস্থ্যকর কম মশলায় তৈরি সবজি খাওয়া হয়। কিন্তু আমরা যেভাবে সবজি রান্না করি তাতে কম মশলায় রান্না একেবারেই স্বাদ লাগে না। চাইনিজ বা থাই স্টাইলের সবজি কিন্তু বেশ সুস্বাদু লাগে যদি কম মসলায় রান্না করা হয়। চলুন না,তাহলে আজকে থাই স্টাইলের খুব সহজ কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি সবজি রেসিপি জেনে নিই, আজকের প্রতিবেদনে উল্লেখিত হলো থাই চিকেন সবজি কারির রন্ধন প্রণালী!

∆ উপকরণ -

* ৩ কাপ সবজি (ব্রকলি, বরবটি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা পেঁপে, বেবি কর্ণ, মিষ্টিকুমড়া বা আপনার পছন্দের সবজি স্লাইস করে মাঝারি আকারের করে লম্বাটে বা কিউব করে কাটা); 

•১ কাপ হার ছাড়া মুরগির মাংস লম্বাটে করে কাটা এবং আধা সেদ্ধ ;

•১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো;

•২ টি কাঁচা মরিচ কুচি,১ টেবিল চামচ সয়াসস; 

* ৪ চা চামচ কর্ণ ফ্লাওয়ার;

* ১ টেবিল চামচ চিনি;

* গরম জল ২ কাপ;

* ২ টেবিল চামচ আদা-রসুন বাটা;

* ১ চিমটি হলুদ - নুন স্বাদ মতো;

* ৪ টি পেঁয়াজ (৪ ভাগ করে ছাড়িয়ে নিতে হবে);

* টেস্টিং সল্ট পরিমাণ মতো।

∆ প্রণালী - 

প্রথম পর্ব - ক্যাপসিকাম বাদে সব সবজি ৩ চা চামচ কর্ণফ্লাওয়ার ও সামান্য লবণ দিয়ে আধাসেদ্ধ করে নিন। এতে সব্জির রঙ ঠিক থাকবে। খেয়াল রাখবেন সবজি যেনও গলে না যায়। আধা সেদ্ধ হলে পানি ছেঁকে নিন সবজি থেকে।

দ্বিতীয় পর্ব - এরপর প্যানে সামান্য তেল দিয়ে গরম করে আদা-রসুন বাটা বাদামি না হওয়া পর্যন্ত নেড়ে নিন অল্প আঁচে। এরপর দিন আধা সেদ্ধ করে রাখা মুরগির টুকরো। ভাজতে থাকুন। তারপর লবণ, গোলমরিচ গুঁড়ো ও সয়াসস দিয়ে আর ৪-৫ মিনিট ভাজা ভাজা করে নিন মুরগির মাংস।

তৃতীয় পর্ব - এবারে ক্যাপসিকাম, হলুদ ও পেঁয়াজ দিয়ে ২-১ মিনিট নেড়ে সব সবজি দিয়ে ৪-৫ মিনিট ভালো করে নেড়ে নিন। তারপর ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে থাকুন।

চতুর্থ পর্ব - এরপর পানি যখন একটু কমে যাবে তখন ঢাকনা খুলে আধা কাপ পানিতে বাকি কর্ণফ্লাওয়ার গুলিয়ে ঢেলে দ্রুত নেড়ে মিশিয়ে নিন যাতে কর্ণফ্লাওয়ার দলা না ধরে যায়।

পঞ্চম পর্ব - এরপর ২ মিনিট রেখে উপরে চিনি ছিটিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে ফেলুন। এই সবজি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। যদি চান তাহলে ভাত বাদ দিয়ে ১ বাটি শুধু সবজিই খেয়ে নিন। স্বাদ ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে।

You might also like!