Cooking

2 weeks ago

Dudh Shukto Recipe: রবীন্দ্রনাথের প্রিয় রেসিপি - 'দুধ শুক্তো'! আজকের প্রতিবেদনে রইল রন্ধনপ্রণালী

Dudh Shukto
Dudh Shukto

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজকের প্রতিবেদনে উল্লেখিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রিয় রেসিপি - 'দুধ শুক্তো'।

∆ উপকরণঃ 

* আলু- ১ টি;

* সজনে ডাঁটা- ৪ টি; 

* রাঙা আলু- ১টি (মাঝারি);

* বেগুন - ১টি; 

* পটল- ২টি;

* ঝিঙে- ২টি; 

* উচ্ছে- ২টি; 

* কাঁচকলা- ১টি (বড়ো মাপের);

* ১টি কাঁচা পেঁপে (ছোটো মাপের);

* পোস্তবাটা- ৩ চামচ;

* সর্ষেবাটা- ২ চামচ;

* আদাবাটা- ১ চামচ;

* কাঁচালঙ্কা বাটা- ৫টা;

* রাঁধুনি বাটা- ১ চামচ;

* রাঁধুনি সামান্য (ফোড়নের জন্য); 

* দুধ- তিন কাপ (প্রয়োজন হলে জলের পরিবর্তে আরো যোগ করা যাবে );

* ঘি- ২ চামচ;

* তেজপাতা- ২টো;

* বড়ি, সাদা তেল পরিমাণমতো এবং নুন-চিনি স্বাদ বুঝে।

∆ রন্ধনপ্রণালী -

প্রথম পর্ব - প্রথমে, কড়াইতে বড়ি তেল ছাড়া কয়েক সেকেন্ড ভেজে, তারপর তেল দিয়ে ভেজে একটি পাত্রে তুলে রাখুন। এরপর পোস্ত এবং সর্ষে  ঈষৎ উষ্ণ গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে বেটে নিন। উচ্ছে এবং বেগুন ভেজে আলাদা করে রাখুন। এবার কড়াইতে তেল ও ঘি গরম করে সরষে, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দিয়ে বাকি সব সব্জি ভালোভাবে ভাজতে থাকুন। আদাবাটা ও রাঁধুনিবাটা যোগ করে ভালো করে নাড়তে থাকুন। অন্যদিকে, দুধ গরম করে নিন। সবজিগুলো ভাজা হয়ে এলে পোস্ত আর সর্ষেবাটা দিয়ে নাড়ুন।

দ্বিতীয় পর্ব - ৫ মিনিট নাড়াচাড়া করে দুধ ঢেলে ঢাকা দিয়ে অল্প আঁচে দশ মিনিট রাখুন। ঢাকা তুলে দেখতে হবে সবজি সিদ্ধ হয়েছে কিনা!  প্রয়োজন হলে আরো দুধ যোগ করবেন। দুধ ফুটে উঠলে উচ্ছে, বেগুন, বড়ি, স্বাদমতো নুন, মিষ্টি দিন। তারপর, উপর থেকে ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রাখুন পাঁচ মিনিট। ব্যাস, দুধ শুক্তো তৈরি। গরম ভাতে গন্ধরাজ লেবুর সঙ্গে জমিয়ে খান।

You might also like!