Cooking 5 months ago

Kasundi Murgi Recipe :পুজোর মেনুকে হিট বানাতে বানিয়ে ফেলুন কাসুন্দি মুরগি

Cooking Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজো মানেই বাড়িতে অতিথি সমাগম এর বাড়িতে অতিথি আসলে খাওয়াদাওয়ার আসর বসবে না তা আবার হয় না কি! তবে অতিথি আসলে কী রাঁধবেন তা ভেবে মাথায় হাত? চিন্তা নেই চটপট বানিয়ে ফেলতে পারেন রইল এমন রেসিপির সন্ধান। 

মুরগি তো সকলের ফ্রিজেই থাকে। চটজলদি রান্নাও হয়ে যায়। তবে মুরগি কষা বা মুরগির ঝোল নয়, স্বাদবদল করতে বানিয়ে ফেলুন কাসুন্দি মুরগি! রইল রেসিপি। 

উপকরণ:

মুরগির মাংস: ৫০০ গ্রাম

পোস্ত: ৪ টেবিল চামচ

কাজু বাদাম: ১০-১২টি

কাঁচা লঙ্কা: ৪টি

টক দই: আধ কাপ

কাসুন্দি: আধ কাপ

লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: আধ চা চামচ

নুন: স্বাদ মতো

চিনি: স্বাদ মতো

সর্ষের তেল: ৪ টেবল চামচ 


প্রণালী:


একটি বাটিতে হাড় ছাড়া মুরগির মাংস, টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন। কাজু বাদাম জলে ভিজিয়ে রাখুন। ভেজানো কাজু, পোস্ত আর দু’টি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিন। কড়াইতে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিন। চাপা দিয়ে মিনিট দশেক মাংস রান্না করতে থাকুন। এ বার তাতে বাটা মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে স্বাদ মতো চিনি, নুন, চেরা কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে দিন। মাংস কষিয়ে ফুটতে দিন। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন কাসুন্দি মুরগি। 


You might also like!