Cooking 5 months ago

পুজোর বৈঠকী আড্ডা জমাতে বানিয়ে ফেলুন গন্ধরাজ মুরগি ব্যাটার ফ্রাই

Gandha Raj Murg Fry

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজো মানে আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া। পুজো মানেই বাড়িতে অথিতি সমাগম আর অতিথি আপ্যায়নের জন্য চা, কফি বা যে কোনও নরম পানীয়র সঙ্গে অনায়াসে অতিথির পাতে তুলে দিন গন্ধরাজ মুরগি ব্যাটার ফ্রাই। রইল এই সহজ রেসিপির হদিস। 

উপকরণ:

*মুরগির মাংস: ২৫০ গ্রাম

*গন্ধরাজ লেবুর রস: ৩ টেবিল চামচ

*আদা বাটা: ১ চা চামচ

*রসুন বাটা: ১ টেবিল চামচ

*কাঁচালঙ্কা বাটা: ১ চা চামচ

*গন্ধরাজ লেবুর খোসা কোরা: ১চা চামচ (ভিতরের সাদা অংশ বাদে)

*নুন ও গোলমরিচ গুঁড়ো: স্বাদ অনুযায়ী

*ডিম: দুটিময়দা: ২ টেবিল চামচ

*কর্নফ্লাওয়ার: ৩ টেবিল চামচ

*বেকিং সোডা: ১ চা চামচ

*বেকিং পাউডার: আধ চা চামচ

*সোডা ওয়াটার: আধ কাপ

*সাদা তেল: ২৫০ গ্রাম 

প্রণালী:

হাড় ছাড়া মুরগির মাংস লম্বা লম্বা আঙুলের মাপে কেটে নিন। একটি পাত্রে মাংস নিয়ে তাতে এক এক করে গন্ধরাজ লেবুর রস, আদাবাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, গন্ধরাজ লেবুর খোসা, নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ভাল করে মেখে নিন। মিশ্রণটি ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখুন। এবার অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিয়ে তাতে মায়দা, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার, সোডা ওয়াটার, নুন ও লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার মুরগির মাংসের স্ট্রিপ গুলি ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মুচমুচে করে ভেজে নিন। মেয়োনিজ়ের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ মুরগি ব্যাটার ফ্রাই।

You might also like!