Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Cooking

1 month ago

Delicious chicken stew: উৎসবের পর স্বাস্থ্যকর মেনু —তেল ছাড়া কীভাবে বানাবেন সুস্বাদু চিকেন স্ট্যু?

Delicious chicken stew
Delicious chicken stew

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তেল ছাড়া মাংস রান্না —কথাটা শুনে অবাক লাগা স্বাভাবিক। তবে একবার এই রান্না খেলে এর স্বাদ বার বার পেতে চাইবেন। কারণ, এমন হালকা অথচ স্বাদে-গন্ধে ভরপুর পদ খুব সহজে পাওয়া যায় না।উৎসবে সবারই খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে। তেলমশলা, ভাজাভুজি, মিষ্টি ইত্যাদি। এ বার আবার রুটিনে ফেরার পালা। তাছাড়া মশলাদার খাবার দেখলে খেতেও ইচ্ছে করছে না। সেই হালকা খাবার ইচ্ছে পূরণ করবে এই তেলহীন মাংসের স্টু।

উৎসবে সবারই খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে। তেলমশলা, ভাজাভুজি, মিষ্টি ইত্যাদি। এ বার আবার রুটিনে ফেরার পালা। তাছাড়া মশলাদার খাবার দেখলে খেতেও ইচ্ছে করছে না। সেই হালকা খাবার ইচ্ছে পূরণ করবে এই তেলহীন মাংসের স্টু।

কী ভাবে বানাবেন?

উপকরণ —

১ কেজি মাঝারি টুকরা করে কাটা হাড় সহ মুরগির মাংস

৬০০–৭০০ গ্রাম টক দই

২টি বড় পেঁয়াজ কুচি

২ টেবিল চামচ আদা-রসুন বাটা

২–৩টি কাঁচা লঙ্কা

১ টেবিল চামচ ধনে গুঁড়ো

১ টেবিল চামচ জিরে গুঁড়ো

১ চা চামচ হলুদ গুঁড়ো

১ চা চামচ লঙ্কা গুঁড়ো

১ চা চামচ গরম মশলা

১ চা চামচ গোলমরিচ গুঁড়ো

২ চা চামচ কসুরি মেথি

এক মুঠো মিহি করে কুচনো টাটকা ধনে পাতা ও পুদিনা পাতা

স্বাদ মতো নুন

এক চামচ লেবুর রস।

প্রণালী 

একটি বড় পাত্রে টক দই, আদা-রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গুঁড়ো করা গোলমরিচ, কসুরি মেথি, নুন এবং অর্ধেকটা গরম মশলা একসঙ্গে মিশিয়ে নিন।

মশলা এবং দইয়ের মিশ্রণে মুরগির টুকরোগুলি দিয়ে ভালো করে মাখিয়ে নিন, যাতে প্রতিটি টুকরায় সমানভাবে মশলা লাগে। অন্তত ৩০ থেকে ৪৫ মিনিটের জন্য ম্যারিনেট হতে দিন। আরও ভালো স্বাদের জন্য কয়েক ঘন্টার জন্য ফ্রিজেও রাখতে পারেন।

একটি নন-স্টিক প্যান আঁচে বসিয়ে তাতে ম্যারিনেট করা মুরগি এবং মিহি করে কুচি করা পেঁয়াজ দিন। প্রথমে আঁচ বাড়িয়ে রান্না করুন। ফুটতে শুরু করলেই, আঁচ কমিয়ে দিন এবং ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিন।

মাংস থেকে বেরনো জল তার এবং দইয়েই রান্না হবে মাংস। ১৫-২০ মিনিটের জন্য অল্প আঁচে রান্না হতে দিন। পাত্রের নিচে যাতে লেগে না যায় খেয়াল রাখুন। দরকার হলে ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দিন।

মুরগি সেদ্ধ হওয়ার পরেও যদি ঝোল খুব পাতলা নে হয়, তবে ঢাকনা না দিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন যাতে ঝোল কমে যায়। দই এবং পেঁয়াজেই ঝোল ঘন হয়ে যাবে।

এর পরে, কাঁচা লঙ্কা, বাকি গরম মশলা এবং কিছুটা কুচি করা টাটকা ধনে পাতা ও পুদিনা পাতা ছড়িয়ে আরও ২ মিনিট রান্না করুন। আঁচ বন্ধ করে গরম গরম পরিবেশন করুন।

You might also like!