Business

6 months ago

টাকার দাম নিয়ে দুঃশ্চিন্তায় অর্থনীতি বিশেষজ্ঞরা

Rupees Price Fall Down Again

 


মুম্বই, ২৮ সেপ্টেম্বর : টাকার পতন যেন থামতেই চাইছে না। কেন্দ্রের অর্থনীতি নিয়ে একাধিক আশ্বাসের পরও ক্রমাগত পড়েই যাচ্ছে টাকার মূল্য। গতকাল রেকর্ডহারে টাকার পতনের পর বুধবার ফের ৪০ পয়সা দূর্বল হয় টাকা। ডলার প্রতি এদিন টাকা ঠেকল ৮১.৯০ মূল্যে।

আরও নীচে নেমে রেকর্ড তলানিতে ঠেকল টাকা। বুধবার ৮১.৯০ টাকায় পৌঁছে গেল এক ডলারের দাম। বিগত কয়েকদিন ধরে টাকার শক্তি কেড়ে ডলার নিজের শক্তি বাড়িয়ে চলেছে। টাকার দামের লাগাতার এই পতনে রীতিমতো দুঃশ্চিন্তায় অর্থনীতি বিশেষজ্ঞরা।

You might also like!