Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Business

3 months ago

Stock market crash today: সপ্তাহের শেষে পড়লো শেয়ার বাজার সূচক

Stock market crash today
Stock market crash today

 

মুম্বই, ৮ আগস্ট : ভারতের শেয়ার বাজারে ধস। শুক্রবার দিনের শেষে প্রায় এক শতাংশ পড়েছে সেনসেক্স। ৮০ হাজারের নীচে নেমেছে এই সূচক। নিফটি এবং ব্যাঙ্ক নিফটিও প্রায় এক শতাংশ পড়েছে। সপ্তাহের শেষে এদিন ব্যাপক ধাক্কা লাগে শেয়ার বাজারে। শুক্রবার সেনসেক্স ও নিফটি ৫০, দুটি সূচকেই পতন দেখা যায়। তিনটি সূচকেই প্রায় ১ শতাংশ পতন হয়েছে। এদিন দিনের শেষে সেনসেক্স: ৭৯,৮৫৭.৭৯ (-৭৬৫.৪৭), নিফটি ৫০: ২৪,৩৬৩.৩০ (-২৩২.৮৫), ব্যাঙ্ক নিফটি: ৫৫,০০৪.৯০ (-৫১৬.২৫) হয়।
উল্লেখ্য, শুক্রবার বাজার খোলার পর থেকেই পতন দেখা গিয়েছে শেয়ার সূচকে। সকাল ১১টা নাগাদ সেনসেক্স পড়ে প্রায় সাড়ে পাঁচশো পয়েন্ট। ওই একই সময়ে ১৬০ পয়েন্ট নেমে যায় নিফটি। প্রবল ধাক্কা লেগেছে ব্যাঙ্ক নিফটিতেও। সকাল ১১টা বেজে ১২ মিনিটে ৩১২ পয়েন্টেরও বেশি পড়ে ৫৫,২০৬-এর স্তরে ছিল ওই সূচক।

You might also like!