Business

2 weeks ago

RBI cuts repo rate again: ফের রেপো রেট কমালো আরবিআই, ২৫ বেসিস পয়েন্ট কমে হল ৬ শতাংশ

RBI cuts repo rate again
RBI cuts repo rate again

 

মুম্বই, ৯ এপ্রিল : ফের রেপো রেপ কমালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বুধবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছেন আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। ফলে রেপো রেট কমে দাঁড়াল ৬ শতাংশ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ৬ সদস্যের মুদ্রা নীতি কমিটি (এমপিসি) সর্বসম্মতিক্রমে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে, রেপো রেটের হারেই আরবিআই অন্যান্য ব্যাঙ্ককে ঋণ দেয়। তা ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশ করেছে আরবিআই।

আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা বুধবার বলেছেন, আরবিআই-এর মুদ্রা নীতি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২৫ বেসিস পয়েন্ট কমার পর রেপো রেট এখন ৬ শতাংশ।


You might also like!