Business

3 weeks ago

PAYTM Employees: যে কোনও মুহূর্তে কাজ হারানোর ভয় ! বিভিন্ন সংস্থায় চাকরি চেয়ে আবেদন পেটিএম কর্মীদের

PAYTM
PAYTM

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  চাকরি খুঁজছেন পেটিএম-এর কর্মীরা । বিভিন্ন সংস্থায় শ'য়ে শ'য়ে সিভি জমা পড়েছে কর্মীদের । জানা গিয়েছে, গত এক সপ্তাহে প্রায় ৩০০ থেকে ৪০০ সিভি জমা পড়েছে অন্যান্য সংস্থায় । সম্প্রতি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে । সেক্ষেত্রে যে কোনও মুহূর্তে চাকরি হারানোর আতঙ্কে ভুগছেন সংস্থার কর্মীরা ।

সংস্থার সিইও কী বলছেন ?

পেটিএম-এর সিইও বিজয় শেখর শর্মা জানিয়েছেন, সংস্থার ভবিষ্যত নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন । বহু কর্মী এমন রয়েছেন, যাঁরা কম বেতন নিতেও রাজি, কিন্তু,তাঁদের একটাই আবেদন, চাকরিটা যেন থাকে । বিজয় শেখর শর্মার আরও দাবি, কোনও কর্মী চাকরি হারাননি । পেটিএম-এর কর্মীদের চাকরি সুরক্ষিত রয়েছে ।

কিন্তু, এদিকে, চাকরি হারানোর আতঙ্ক দিন দিন বাড়ছে কর্মীদের মধ্যে । তাই বিভিন্ন সংস্থায় প্রতিদিন প্রচুর চাকরির আবেদন জমা পড়ছে । সম্প্রতি, MyRCloud-এর দাবি অনুযায়ী, পেটিএম সংস্থার কর্মীদের বহু বায়োডাটা তাঁদের সংস্থায় জমা পড়েছে ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিষেধাজ্ঞা

পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অৎ ইন্ডিয়া । অভিযোগ, কেওয়াইসি-র তথ্যে প্রচুর দুর্নীতি হয়েছে । তাই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ।


You might also like!