Business 5 months ago

আরও ৩৮ পয়সা কমে ডলার প্রতি টাকার দাম ৮১ টাকা ৭৮ পয়সা

Indian Rupee Price

 

মুম্বই, ৩ অক্টোবর  : সপ্তাহের প্রথম কাজের দিনে আরও একবার পড়ল টাকার দাম। ৩৮ পয়সা পড়ে সোমবার সকালে ডলরার প্রতি টাকার দাম দাঁড়াল ৮১ টাকা ৭৮ পয়সা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়া থেকে শুরু করে আরও কয়েকটি কারণে নতুন করে টাকার দামে পতন হল।

গত শুক্রবার থেকে টাকার দামে উল্লেখযোগ্যভাবে ওঠা পড়া লক্ষ্য যাচ্ছে। সেদিন ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮১ টাকা ৪০ পয়সা। এরপর সোমবার সকালে বাজার খোলার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮১ টাকা ৬৫ পয়সা। পরে তা আরও পড়ে টাকার দাম।

এদিকে ৬৬.৬০ পয়েন্ট বা ০.১২ শতাংশ নেমে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৭,৩৬০.৩২ পয়েন্টে। আর নিফটি দাঁড়িয়েছে ১৭,০৮১.৪৫ পয়েন্ট।

গত দু'মাসের মধ্যে বিনিয়োগ নীতিকে কিছুটা বদল এনেছেন বিদেশি বিনিয়োগকারীরা। জুলাই-আগস্ট মাসে তাঁদের বিনিয়োগ বাজারকে কিছুটা থিতু করেছিল। কিন্তু সেপ্টেম্বর মাসে তাঁরা সম্পূর্ণ বিপরীত রণকৌশল নেয়। বিশেষজ্ঞদের মতে টাকার দাম কমার এটাও একটা বড় কারণ।


You might also like!