Brain Teaser

1 week ago

Viral: কুমিরের সাথে খেলা করছে তরুণী, আস্পর্ধা দেখে চমকে যাবেন!

Crocodile
Crocodile

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- এমন সাহস কিন্তু খুব একটা দেখা যায় না। একটা বিরাট কুমিরের সঙ্গে খেলা করা তো যে সে কথা নয়! সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিও দেখে অবাক নাগরিক মহল (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দুরন্ত বার্তা)। অনেকে আবার আঁতকে উঠছেন এই বলেকুমিরটা যদি হামলা করত! অনেক অবশ্য কুমিরের সঙ্গে তরুণীর ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন। সত্যিই তো এমন ঘটনা খুবই চমকে দেওয়ার মতো।

ইন্সটাতে পোষ্ট হয়েছে ওই আশ্চর্য ভিডিও। তাতে দেখা যাচ্ছে বিশাল আকারের একটি কুমির জলের নিচে সাঁতার কাটছে। হঠাৎই পিছন থেকে সাঁতার কেটে এগিয়ে আসেন স্বল্পবসনা এক তরুণী। শুধু তাই নয়, উভচর এই সরীসৃপটিকে স্পর্শও করতে দেখা গিয়েছে তরুণীকে। যা দেখে বিস্মিত নেটদুনিয়া। অনেকেই চমকে গিয়েছেন কুমির ও তরুণীর যুগলবন্দি দেখে। কেউ কেউ আবার মজা করেছেন। এক নেটইজেন মজার ছলে মন্তব্য করেছেন, “গরিব একটা কুমিরের পাশে হিংস্র ও বিপজ্জনক প্রাণীকে দেখলাম।" ঘটনাটা যে খুবই বিপজ্জনক তাতে কোনো সন্দেহ নেই।

You might also like!