West Bengal

1 hour ago

Sanskrit camp 2025:ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে দশ দিনের সংস্কৃত সম্ভাষণ শিবির ও ইন্টার্নশিপ কর্মসূচির সূচনা

Ten-day Sanskrit lecture camp,
Ten-day Sanskrit lecture camp,

 

পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট  : ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগে সংস্কৃত সম্ভাষণ শিবিরের সূচনা হলো বুধবার। অধ্যক্ষ প্রফেসর মন্টু কুমার দাস এবং সংস্কৃত বিভাগের অধ্যাপকমণ্ডলীর উপস্থিতিতে কলেজের স্নাতক স্তরের চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য সূচনা হলো দশ দিনের সংস্কৃত সম্ভাষণ শিবির। পাশাপাশি শুরু হলো “Citizen Journalism and Sanskrit Content Writing” শীর্ষক ইন্টার্নশিপ কর্মসূচি। এই ইন্টার্নশিপ কর্মসূচি সংস্কৃতভারতী দক্ষিণবঙ্গ এবং হিন্দুস্থান সমাচার – এই দুই সহযোগী সংস্থার যৌথ অংশীদারিত্বে আয়োজিত হচ্ছে।

কলেজের তরফে জানানো হয়েছে, এই শিবিরের উদ্দেশ্য ছাত্রছাত্রীদের প্রতিদিনের জীবনযাত্রায় সংস্কৃত ভাষার ব্যবহারকে উৎসাহিত করা এবং সংস্কৃতকে কেবল পাঠ্যবিষয় হিসেবে নয়, বরং জীবন্ত ও কার্যকরী ভাষা হিসেবে আত্মস্থ করা। এই শিবিরটি সংস্কৃতভারতী দক্ষিণবঙ্গের “১০৮ শিবিরমালা” যোজনা-এর অন্তর্গত উদ্যোগ হিসেবে আয়োজিত হচ্ছে।


উল্লেখ্য, জাতীয় শিক্ষা নীতি (NEP-2020) এবং CCFUP নির্দেশিকা অনুসারে শুরু হওয়া ইন্টার্নশিপ কর্মসূচিটি ছাত্রছাত্রীদের মিডিয়া ও কনটেন্ট রাইটিং দক্ষতা বৃদ্ধির এক বিশেষ উদ্যোগ। “Citizen Journalism and Sanskrit Content Writing” শীর্ষক এই কর্মসূচিতে ছাত্রছাত্রীরা সংবাদ লেখা, সংস্কৃত কনটেন্ট সৃজন, সংস্কৃত ও বাংলা ভাষায় সাংবাদিকতার নীতিমালা এবং বাস্তবমুখী ক্ষেত্রসমীক্ষা করার সুযোগ পাবেন। এই ইন্টার্নশিপ কর্মসূচি সংস্কৃতভারতী দক্ষিণবঙ্গ এবং হিন্দুস্থান সমাচার – এই দুই সহযোগী সংস্থার যৌথ অংশীদারিত্বে আয়োজিত হচ্ছে। শিক্ষার্থীরা স্বাধীনভাবে নির্ধারিত অ্যাসাইনমেন্ট ও ফিল্ডওয়ার্ক সম্পাদন করবেন বলে জানানো হয়েছে।

এদিন উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ বলেন— “সংস্কৃত ভাষা আমাদের ঐতিহ্যের প্রাণশক্তি, তরুণ প্রজন্মকে এক অনন্য দিগন্তের সন্ধান দেবে।”

বিভাগীয় শিক্ষকরা জানান, এই দ্বৈত উদ্যোগ শিক্ষার্থীদের ভাষাজ্ঞান, সৃজনশীলতা, প্রযুক্তি-নির্ভর দক্ষতা ও পেশাগত প্রস্তুতিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

You might also like!