দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও এক নতুন বিকল্প শুরু করলেন মার্ক জুকারবার্গ। টুইটারকে টেক্কা দিতে লঞ্চ হল নতুন থ্রেডস অ্যাপ। মাত্র 2 ঘণ্টাতেই 20 লাখ সাইন-আপ হয় এই প্ল্যাটফর্মে। সময় যত গড়াচ্ছে ততই ইউজারের সংখ্যা বাড়ছে এই অ্যাপে। ইতিমধ্যে 1 কোটি মানুষ নথিভুক্ত হয়েছেন থ্রেডস-এ।2004 সালে ফেসবুক আবিষ্কার করে সাড়া ফেলে দিয়েছিলেন মার্ক জুকারবার্গ। আজ যেই অ্যাপ ছাড়া কল্পনাও করতে পারে না সাধারণ মানুষ। এর পর একে একে ঝুলিতে যোগ হয় হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। তিন প্ল্যাটফর্মেই রয়েছে কোটি কোটি অ্যাক্টিভ ইউজার। Twitter এবং Threads কোন কোন দিক থেকে একে অপরের তুলনায় আলাদা সেটাই আপনাদের এই পোস্টে জানানো হল
1. হ্যাশট্যাগ
Twitter: হ্যাশট্যাগ এর অপশন আছে।
Threads: বর্তমানে হ্যাশট্যাগ এর অপশন নেই।
Twitter হ্যাশট্যাগ ফিচারটি থাকলেও Threads এ কিন্তু এই মুহূর্তে এটি নেই। Threads এ হ্যাশট্যাগের অনুপস্থিতি কিন্তু এটির সবচেয়ে বড় ড্র ব্যাক এবং এটি এই অ্যাপটিকে টুইটার থেকে আলাদা করে তুলেছে। তবে Meta এর অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে হ্যাশট্যাগের অপশন রয়েছে। এই কারণেই অনেকের মতে এই ফিচারটিThreads এও শীঘ্রই আসতে পারে।
2. পোস্ট এডিট
Twitter: এতে পোস্টটি এডিট করা যায়।
Threads: এতে পোস্ট এডিট করা যায় না।
Twitter সম্প্রতি তাদের প্রিমিয়াম ইউজারদের টুইট এডিট করার অপশন দিয়েছে। এর সাহায্যে কেউ টুইট করার পরেও পোস্ট এডিট করতে পারবে। কিন্তু, বর্তমানে Threads এ এমন কোন অপশন নেই। একবার Threads এ কোন পোস্ট প্রকাশিত হলে, সেটি ডিলিট করে ফেলার একটি অপশন রয়েছে।
3. ওয়েব ব্রাউজার
Twitter: এটি ওয়েবে খোলা যায়।
Threads: এটি শুধুমাত্র মোবাইল অ্যাপে ব্যবহার করা যাবে।
টুইটারের একটি ওয়েব ভার্সন রয়েছে, তাই এটি মোবাইল ফোন এবং ডেস্কটপ উভয় থেকেই ব্যবহার করা যেতে পারে। কিন্তু Threads এ এখনও কোনো ওয়েব ভার্সন নেই। বর্তমানে Threads অ্যাপ থেকেই ব্যবহার করা হচ্ছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল ট্রান্সপারেন্ট বডি সহ Nothing Phone (2), অসাধারণ লুকের সঙ্গে এতে আছে শক্তিশালী স্পেসিফিকেশন
4. ডায়রেক্ট মেসেজ
Twitter: এতে ইউজাররা ডায়রেক্ট মেসেজ পাঠাতে পারেন।
Threads: এতে ডায়রেক্ট মেসেজ পাঠানোর কোনো অপশন নেই।
Threads এখনও ইউজারদের DM করার অপশন দেয়নি। কিন্তু Twitter এ ডাইরেক্ট মেসেজের ফিচার রয়েছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা ডায়রেক্ট মেসেজ পাঠাতে পারেন। তবে, Threads এ প্রাইভেসির শর্তে, এন্ড-টু-এন্ড এনক্রিপশন দেওয়া হয়েছে।
5. ট্রেন্ডিং টপিক
Twitter তার ট্রেন্ডিং টপিক ফিচারের জন্যও পরিচিত, যা ইউজারদের বর্তমান খবর এবং জনপ্রিয় খবর সম্পর্কে অবহিত করে। কিন্তু Threads এ ট্রেন্ডিং বিষয়গুলির জন্য কোন সেকশন নেই।
6. ওয়ার্ড কাউন্ট
Meta তাদের বিবৃতিতে বলেছে যে Threads ইউজারদের 500 অক্ষরের কাউন্ট দেবে, তবে যদি কোন আনভেরিফাইড ইউজার থাকে তাহলে তাকে শুধুমাত্র 280 অক্ষরের কাউন্ট দেওয়া হবে। Twitter এ একটি ভেরিফাইড অ্যাকাউন্টে ইউজাররা 25000 অক্ষরের লিমিট পাবেন।যদি কারও Threads ভেরিফাইড থাকে তাহলে তিনি 5 মিনিট পর্যন্ত একটি ভিডিও পোস্ট করতে পারেন। তবে Twitter এ অ্যাকাউন্টগুলি 20 সেকেন্ডের বেশি ভিডিও পোস্ট করার অনুমতি দেয় না।