দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্রমাগত বেড়ে চলেছে চিকিৎসার খরচ। কিন্তু দুর্ঘটনা যে কোনও সময়ে ঘটতে পারে। হঠাৎ এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে পড়লে প্রথমেই প্রয়োজন পড়ে সঠিক চিকিৎসার। স্বাভাবিকভাবেই উচ্চ মূল্যবৃদ্ধির বাজারে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলার জন্য সেই সময় প্রয়োজন পড়ে বিপুল টাকার। যত ভালো চিকিৎসা কেন্দ্র, সেই প্রতিষ্ঠানে খরচ তত বেশি। বিপদের সময়ে প্রয়োজনীয় খরচ প্রদান করতে কার্যত হিমশিম খেতে হয় পরিবারকে। হু হু করে শেষ হতে থাকে সঞ্চয়। এই পরিস্থিতিতে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে স্বাস্থ্যবীমা বা হেলথ ইন্সুরেন্স। কারণ, আপনাকে এই সময়ে একমাত্র জীবন বীমা সংস্থাই আর্থিক সাহায্য প্রদান করতে সক্ষম। এবার গ্রাহকদের জীবন বীমার সুবিধা প্রদান করার উদ্দেশ্যে মাসিক সাবস্ক্রিপশনের সুবিধা সহ হেলথ ইন্সুরেন্স প্ল্যাটফর্ম লঞ্চ করল PhonePe।
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার PhonePe Pvt Ltd-এর সাবসিডিয়ারি সংস্থা PhonePe Insurance Broking Services, নেতৃস্থানীয় বীমা প্রদানকারীদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্য বীমা পরিকল্পনার পরিষেবা চালুর ঘোষণা করেছে। এই প্রসঙ্গে একটি বিবৃতির মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, "এই স্বাস্থ্য বীমা পরিকল্পনাটি অন্যান্য বীমার থেকে আলাদা। কারণ এই পরিকল্পনায় গ্রাহকরা প্রতি মাসে UPI-এর মাধ্যমে টাকা দিতে পারবেন। এই সুবিধাটি প্রথম আমাদের কোম্পানিই গ্রাহকদের প্রদান করতে চলেছে। এর ফলে ব্যবহারকারীদের কাছে এটি আরও সাশ্রয়ী হয়ে উঠবে।"
PhonePe-র এই নতুন স্বাস্থ্যবীমার মাধ্যমে কী কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা?
এই নতুন স্বাস্থ্য বীমা প্ল্যানগুলি গ্রাহকদের 1 কোটি টাকা পর্যন্ত কভারেজ প্রদান করবে। ব্যবহারকারীরা কোনও সীমা ছাড়াই যে কোনও হাসপাতালের রুম বেছে নেওয়ার সুবিধা পাবেন। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে প্রি এবং পোস্ট সেলস অ্যাসিস্টেন্স প্রদান করা হবে। যার সৌজন্যে গ্রাহকেরা নিজেদের পছন্দমতো সচেতন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দাবি জানাতে এবং অন্যান্য পরিষেবাগুলি ব্যবহার করতে সক্ষম হয়ে উঠতে পারেন।
নতুন এই লঞ্চের বিষয়ে ফোনপে-র ফিনান্সিয়াল সার্ভিসেস-এর ভাইস প্রেসিডেন্ট হেমন্ত গালা জানিয়েছেন, "স্বাস্থ্য বীমা কেনার ক্ষেত্রে সবথেকে বড় বাধাগুলির মধ্যে একটি হল সামর্থ্য। সেই বিষয়টির উপর লক্ষ্য রেখেই আমরা দেশের প্রথম স্বাস্থ্য বীমা লঞ্চ করেছি যা মাসিক অর্থপ্রদানের উপর ভিত্তি করে নির্মাণ হয়েছে। আমরা বিশ্বাস করি, এই প্রকল্পের সাহায্যে ব্যবহারকারীরা অনেক কম আর্থিক বোঝা-সহ পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারবেন।"
ওয়াকিবহাল মহলের মতে, এই পরিষেবার অধীনে গ্রাহকেরা যে স্বাস্থ্য বীমার পরিসরে একটি নতুন পরিকাঠামোর সুবিধা পেতে চলেছেন সেই বিষয়টি স্পষ্ট। এছাড়াও অনলাইনে UPI-এর মাধ্যমে সহজেই মাসিক কিস্তি প্রদান করার বিষয়টিও অবশ্যই একটি ইতিবাচক দিক।