Technology

2 years ago

Audi: আগস্টে দেশে বৈদ্যুতিক SUV Q8 e-tron লঞ্চ করবে এই সংস্থা, বিস্তারিত জানুন

SUV Q8 e-tron
SUV Q8 e-tron

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের বাজারে যে নতুন মডেলগুলি লঞ্চ করা হচ্ছে, তার অধিকাংশই ইলেকট্রিক। এবার সেই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে Audi। চলতি বছরের আগস্ট মাসে দেশের গাড়ির বাজারে একটি বৈদ্যুতিক মডেল লঞ্চ করতে চলেছে জার্মানির এই বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা।

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, কোম্পানির একজন কর্তা জানিয়েছেন দেশে নিজেদের বৈদ্যুতিক গাড়ির পোর্টফোলিওকে আরও শক্তিশালী করতে চাইছে জার্মান সংস্থাটি। সেই লক্ষ্যপূরণেই আগামী মাসে দেশে একটি নতুন বৈদ্যুতিক স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (SUV) Q8 e-tron লঞ্চ করবে Audi। কোম্পানির পক্ষ থেকে এই নতুন গাড়িটি আগস্ট মাসের 18 তারিখে লঞ্চ করা হবে। গাড়িটি বডির উপর ভিত্তি করে দুটি ভিন্ন সংস্করণ হিসাবে লঞ্চ হতে চলেছে। যেগুলি হল Q8 e-tron SUV এবং Q8 e-tron Sportback। এই গাড়িতে একটি 114kW ব্যাটারি রয়েছে। প্রসঙ্গত, এই নতুন Q8 e-tron –এর ব্যাটারিটির শক্তি অডির বর্তমান যে e-tron মডেল গাড়ির বাজারে বিক্রি হচ্ছে তার থেকে তুলনামূলকভাবে বেশি। বর্তমানে ভারতীয় গাড়ির বাজারে অডির যে e-tron মডেলের গাড়ি বিক্রি হচ্ছে, সেই গাড়িতে 95kW-এর ব্যাটারি রয়েছে। তবে গাড়িটির দাম কত হতে চলেছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

এই নতুন লঞ্চের বিষয়ে Audi India-র প্রধান বলবীর সিং ধিল্লো জানিয়েছেন, "আমরা দেশে বৈদ্যুতিক গাড়ির পণ্যের পোর্টফোলিওকে আরও শক্তিশালী করে তুলছি। সেই লক্ষ্যেই বিশ্বের বাজারে আমাদের যে জনপ্রিয় গাড়িগুলি রয়েছে তা দেশের গ্রাহকদের জন্যও নিয়ে আসা হচ্ছে। ভারতের বাজারের গুরুত্বের উপর লক্ষ্য রেখে আন্তর্জাতিকভাবে যখন এই গাড়িটি লঞ্চ হচ্ছে, সেই একই সময়ে তা ভারতেও লঞ্চ করা হবে।"

বর্তমানে দেশের গাড়ির বাজারে অডি মোট 5টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করছে। যেগুলি হল e-tron 50, e-tron Sportback 55, e-tron GT এবং RS e-tron GT। এই তালিকায় পরবর্তী মাসে সংযোজন হবে নতুন Q8 e-tron। জার্মান সংস্থাটি 2033 সালের মধ্যে একটি সম্পূর্ণ-ইলেকট্রিক গাড়ির কোম্পানি হয়ে ওঠার স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। সেই পরিকল্পনার অংশ হিসাবেই বর্তমানে পেট্রল চালিত ও বৈদ্যুতিক গাড়ির উপর বিশেষ জোর দিচ্ছে কোম্পানিটি। দেশের গাড়ির বাজারে জনপ্রিয়তা বৃদ্ধি হওয়ার পাশাপাশি বিক্রিও বাড়ছে এই কোম্পানির পক্ষ থেকে তৈরি করা গাড়িগুলির। 2023 সালের প্রথম ছয় মাসে অডি দেশে মোট 3,474 ইউনিট গাড়ি বিক্রি করেছে।

You might also like!