Technology

2 years ago

OnePlus Nord N30 5G:আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক

OnePlus Nord CE 3 Lite
OnePlus Nord CE 3 Lite

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমেরিকার মার্কেটে লঞ্চ করা হয়েছে যা মিড-বাজেট সেগমেন্টে প্রবেশ করেছে। এই Nord N30 5-এর ডিজাইন এবং স্পেসিফিকেশনগুলি ভারতে সেল হওয়া OnePlus Nord CE 3 Lite-এর মতো। এই পোস্টে আপনাদের এই ফোনের ডিটেইলস জানানো হল।

OnePlus Nord N30 5G এর দাম

ওয়ানপ্লাস নর্ড এন৩০ ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৯৯.৯৯ ডলার অর্থাৎ প্রায় ২৪,৮০০ টাকা। ফোনটি কেনা যাবে ক্রোমেটিক গ্রে রঙে। এটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে।

OnePlus Nord N30 5G ফোনের স্পেসিফিকেশন

স্ক্রিন: OnePlus Nord N30 5G ফোনটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.72-ইঞ্চি Full HD + পাঞ্চ-হোল ডিসপ্লে সাপোর্ট করে। এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত যা 120Hz রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 695 চিপসেটে লঞ্চ করা হয়েছে। Nord N30 5G ফোনটি 8GB ভার্চুয়াল র‍্যাম প্যাক সাপোর্ট করে যা ইন্টারনাল 8GB ফিজিক্যাল র‍্যামের সাথে যুক্ত হয়ে 16GB পর্যন্ত RAM সাপোর্ট করে।

ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেল Samsung HM6 সেন্সর দেওয়া হয়েছে যা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সাপোর্ট করে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 

ব্যাটারি: OnePlus Nord N30 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটিতে 67Wu SuperVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে।

সেন্সর: সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই OnePlus মোবাইলটিতে ফেস আনলক ফিচার সাপোর্টও রয়েছে।

কানেক্টিভিটি: এই ফোনে ডুয়াল সিম 5G সহ Wi Fi, Bluetooth 5.3, USB-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের মতো ফিচারগুলি রয়েছে। 

You might also like!