দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশীয় বাছারে iQOO Neo 7 Pro স্মার্টফোনটির লঞ্চের জন্য টিজার প্রকাশ করেছে৷ আরও শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি ভারতেরনতুন মডেলের পাশাপাশি চীনে iQOO 11S নামে এক নয়া হ্যান্ডসেট লঞ্চের জন্যও প্রস্তুতি নিচ্ছে। এখন সে দিকেই ইঙ্গিত করে ফোনটি চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MIIT)-এর ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। আসুন এই সার্টিফিকেশন তালিকাটি থেকে কী কী তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।আগামী 4 জুলাই চীনে শক্তিশালী Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটসহ আইকু 11এস ফোনটি লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত লিকের মাধ্যমে সামনে আসা iQOO 11s এর স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল।ভারতীয় সময় অনুযায়ী বিকাল সাড়ে চারটের সময় এই অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে। এই মঞ্চে আইকু 11এসের পাশাপাশি কোম্পানি iQOO TWS 1 in-ear earbuds লঞ্চ করতে চলেছে।
আইকু 11এসের স্পেসিফিকেশন
স্ক্রিন: আইকু 11এস ফোনটিতে 6.78 ইঞ্চির 2কে প্লাস পিক্সেল রেজলিউশন সাপোর্টেড পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে ই6 এমোলেড স্ক্রিন দেওয়া হতে পারে এবং এটি 144 হার্টস রিফ্রেশরেতী কাজ করবে।
প্রসেসর: এই আইকু ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে প্রসেসিঙের জন্য 3.36 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে।
মেমরি: মার্কেটে আইকু 11এস ফোনটি চারটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ,16GB RAM + 256GB মেমরি, 16GB RAM + 512GB মেমরি এবং 16GB RAM 1TB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে VSS Camera দেওয়া হবে। লিক অনুযায়ী এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 13 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য আইকু 11এস 5জিতে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
চার্জিং: এই ফোনে 200 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড থাকবে। এই টেকনোলজির সাহায্যে ফোনটি মাত্র কয়েক মিনিটের মধ্যে 0 থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।