Technology

2 years ago

Insta360 Go 3 ক্যামেরা লঞ্চ হল, দাম দেখে নিন

Insta360 Go 3
Insta360 Go 3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃInsta360 সর্বশেষ কমপ্যাক্ট অ্যাকশন ক্যামেরা, Insta360, Go 3 লঞ্চ করেছে, যাকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট অ্যাকশন ক্যামেরা। মাত্র 35 গ্রাম ওজনের, অ্যাকশন ক্যামেরাটি 2.7K রেজোলিউশন ভিডিও ক্যাপচার করতে সক্ষম। অ্যাকশন পডের সাথে পেয়ার করা হলে, এটি প্রতি চার্জে 170 মিনিট রেকর্ডিং সময় দিতে সক্ষম। Insta360-এর নতুন অ্যাকশন ক্যামেরাটি বেশ কয়েকটি ক্লাস-লিডিং ফিচার দিয়ে সজ্জিত, যেমন গিম্বাল-এর মতো স্থিতিশীলতা এবং 360-ডিগ্রী।

Insta360 Go 3 ক্যামেরার দাম

Insta360 Go 3 এর বেস মডেলটিকে আমেরিকায় ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এর মূল্য রাখা হয়েছে ৪৪৯.৯৯ ডলার (প্রায় ৩৬,৯০০ টাকা)। এই ক্যামেরাটি অ্যাকশন কিট, ট্রাভেল কিট, ওয়াটার স্পোর্টস কিট এবং বাইক কিট ফরম্যাটেও পাওয়া যাবে। আবার কিছু নির্বাচিত বাজারে ৩২, ৬৪ এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টেও এই ক্যামেরাটি উপলব্ধ। উল্লেখ্য, ব্যবহারকারীরা ১২.৯৯ ডলার (১,০৬৫ টাকা) অতিরিক্ত দিয়ে গো ৩ একশন ক্যামেরার জন্য একটি কাস্টম স্কিনও কিনতে পারেন।

Insta360 Go 3-এর ফিচার

ইনস্টা ৩৬০ গো ৩ অ্যাকশন ক্যামেরাটি আইপিএক্স৮ রেটিং প্রাপ্ত, তাই এটি জল প্রতিরোধী। এছাড়া এর সাথে আছে রিপ্লেসেবল লেন্স গার্ড।

অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ইনস্টা৩৬০ অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা ক্যামেরায় ক্যাপচার হওয়া ভিডিও সহজেই এআই এডিটিং টুল ব্যবহার করে এডিট করতে পারবেন। এই ক্যামেরার সাথে একাধিক এক্সেসারিজও দেওয়া হয়েছে। যেমন, ম্যাগনেটিক পেন্ডেন্ট, একটি স্ট্যান্ড এবং ইজি ক্লিপ ইত্যাদি।


You might also like!