Technology

2 years ago

Malware Virus : আপনার স্মার্টফোন বা পিসিকে নিরাপদ করতে নতুন পোর্টাল নিয়ে এল ভারত সরকার জেনে নিন সব তথ্য

Indian Govt Launch Free Tool To Remove Malware From Your Phone (Symbolic Picture)
Indian Govt Launch Free Tool To Remove Malware From Your Phone (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমজনতার ব্যক্তিগত তথ্যাবলী সুরক্ষিত করতে এবার উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। বর্তমান সময়ে আমরা সবাই কম বেশী আমাদের নিজস্ব তথ্য নিজের স্মার্টফোন বা পিসিতে ফাইল করে রাখতে পছন্দ করি, ম্যালওয়্যার ভাইরাসের দাপটে তা সুরক্ষিত রাখা কঠিন কাজ। ব্যাঙ্কিং প্রতারণা থেকে ব্ল্যাকমেইল সব অপরাধের মূল এই ভাইরাস।এর কারসাজিতে নিমেশে আপনার ব্যক্তিগত তথ্য অসাধু ব্যক্তির কুক্ষিগত হতে পারে। 

তবে এহেন প্রতারনা রোখা এখন সম্ভব হবে, কেন্দ্রীয় সরকার এক নতুন পোর্টাল নিয়ে এসেছে যার মাধ্যমে উপকৃত হবে আমজনতা। এই পোর্টালের নাম সাইবার স্বচ্ছতা কেন্দ্র পোর্টাল। যেখানে আমি আপনি বিনা পয়সায় ফোন বা পিসি ভাইরাসমুক্ত করতে পারব। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT) দফতরের পক্ষ থেকে এই পোর্টালে একাধিক ফ্রি বট রিমুভাল টুল লঞ্চ করা হয়েছে।আসুন জেনে নিই কী ভাবে এই পোর্টাল ব্যবহার করে ফোন থেকে ভাইরাস তাড়াবেন পদ্ধতি জেনে নিন।

দেশের একাধিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং অ্যান্টি ভাইরাস কোম্পানিগুলির সঙ্গে হাত মিলিয়ে এই প্ল্যাটফর্ম তৈরি করেছে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। এই পোর্টালের আরো একটি নাম রয়েছে যা হল বটনেট ক্লিনিং অ্যান্ড ম্যালওয়্যার অ্যানালাইসিস সেন্টার। 

জেনে নিন এর পদ্ধতি : 

*এর জন্য প্রথমে ভিজিট করতে হবে CSK-এর অফিশিয়াল ওয়েবসাইট যা হল - www.csk.gov.in

*এবার 'Security Tools’ অপশনে ক্লিক করতে হবে।

*পরবর্তী পেজে আপনি যেই অ্যান্টি ভাইরাস কোম্পানির বট রিমুভাল টুল ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করুন।

*তারপর টুলটি ডাউনলোড করার জন্য ডাউন লোড অপশনে ট্যাপ করুন।

*উইন্ডোস ইউজাররা eScan Antivirus, K7 Security এইসব অপশনগুলি বাছতে পারেন।

*অ্যান্ড্রয়েড ইউজাররা গুগল প্লে স্টোরে গিয়ে eScan CERT-IN অথবা M-Kavach 2 বট রিমুভাল টুল ডাউনলোড করতে পারেন। এই দুটিই সরকারি অ্যাপ।

এই অ্যাপ ডাউনলোড হয়ে গেলে ডিভাইজে থাকা সমস্ত ম্যালওয়্যার স্ক্যান করা শুরু করে দেবে। কোনো ভাইরাস শনাক্ত হলে তা মুছে দেবে ডিভাইজ থেকে।  

ভাইরাস প্রতিরোধের পাশাপাশি ‘USB Pratirodh’ পরিষেবাও নিতে পারেন।যার মাধ্যমে ডেস্কটপ ইউজাররা ফোন এবং পেন ড্রাইভ থেকে ভাইরাস শনাক্ত করে তা ডিভাইজ থেকে মুছে ফেলতে সক্ষম হবেন। 

You might also like!