Technology

2 years ago

দেশীয় স্মার্টফোন Lava Yuva 2, জেনে নিন বিস্তারিত

Lava Yuva 2
Lava Yuva 2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশীয় সংস্থা Lava আজ বাজেট সেগমেন্টে তাদের নতুন ফোন Lava Yuva 2 লঞ্চ করেছে। নতুন এই ডিভাইসটির দাম ৭ হাজার টাকারও কম। লাভার এই নতুন ফোনে রয়েছে ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। এছাড়া এতে পাওয়া যাবে ইউনিসক টি৬০৬ অক্টা-কোর প্রসেসর। সংস্থাটি বলছে, Lava Yuva 2 হ্যান্ডসেটে অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে, অর্থাৎ এই এটি মোট ৬ জিবি র‌্যাম অফার করবে। আসুন স্মার্টফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।


ভারতে Lava Yuva 2 ফোনটি 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 3GB RAM এবং 64GB স্টোরেজ সহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। অনলাইন শপিং সাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে Glass Blue, Glass Lavender এবং Glass Green কালারে সেল করা হবে।


Lava Yuva 2 এর ফিচার এবং স্পেসিফিকেশন

স্ক্রিন: লাভা যুবা 2 ফোনটি গ্লাস বডি দিয়ে তৈরি, ফলে এটি দেখতে বেশ প্রিমিয়াম লাগে। এই ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: Lava Yuva 2 ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে Unisoc T606 অক্টাকোর প্রসেসর রয়েছে।

স্টোরেজ: এই লাভা ফোনে 3GB virtual RAM ফিচার যোগ করা হয়েছে। ফলে ফোনের ইন্টারনাল 3GB RAM এর সঙ্গে যুক্ত হয়ে মোট 6GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য লাভা যুবা 2 তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনটি 10 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

​অন্যান্য ফিচার: লাভা যুবা 2 তে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে ডুয়েল মাইক্রোফোন, নয়েস ক্যানসেলেশন, এবং অটো কল রেকর্ডার ফিচার দেওয়া হয়েছে।


You might also like!