Technology

2 years ago

Jaguar Land Rover: দেশে Range Rover Velar এসইউভি-র বুকিং, ডেলিভারি মিলবে সেপ্টেম্বরে

Jaguar Land Rover
Jaguar Land Rover

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশে নতুন Range Rover Velar-এর বুকিং গ্রহণ শুরু করল জাগুয়ার ল্যান্ড রোভার (JLR)। এছাড়াও বুকিং শুরুর সঙ্গে কোম্পানিটি ঘোষণা করেছে, 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে এই বিলাসবহুল গাড়িটির ডেলিভারি শুরু হবে। প্রসঙ্গত, দেশের অন্যতম জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা Tata Motors-এর শাখা JLR মূলত বিলাসবহুল মডেল নির্মাণ করে থাকে। রেঞ্জ রোভার সিরিজের এই চতুর্থ গাড়িটি প্রথমবার 2017 সালে প্রকাশ্যে আনা হয়েছিল। পরবর্তীতে 2018 সালের 20 জানুয়ারি তা দেশের বাজারে লঞ্চ করা হয়। 2023 সালে এই গাড়িটিরই একটি নতুন এবং আপগ্রেডেড সংস্করণ লঞ্চের ঘোষণা করে প্রস্তুতকারী সংস্থাটি। টাটা মোটরসের মালিকানাধীন ল্যান্ড রোভার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গাড়িটির এই 2023 সালের সংস্করণটি প্রকাশ্যে নিয়ে আসে। আশা করা হচ্ছে, আগামী মাসে এই বিলাসবহুল গাড়িটি দেশের গাড়ির বাজারে লঞ্চ করা হবে।

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, এই নতুন স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলটি ডাইনামিক এইচএসি বৈশিষ্ট্যের সঙ্গে লঞ্চ করা হবে। গাড়িটিতে চালকেরা দুটি পাওয়ারট্রেন বিকল্প পেতে চলেছেন। যার মধ্যে একটি পেট্রল চালিত ও অন্যটি ডিজেলে। 2.0L পেট্রল চালিত ইঞ্জিনটি 184 কিলোওয়াট শক্তি এবং 365 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে 2.0L ইঙ্গেনিয়াম ডিজেল ইঞ্জিনটি সর্বোচ্চ 150 কিলোওয়াট শক্তি এবং 420 Nm টর্ক উৎপন্ন করবে।

রেঞ্জ রোভারে ভেলার-এর এই নতুন মডেলটির ডিজাইনে একাধিক নতুন চমকপ্রদ বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে। গাড়িটিতে নবনির্মিত পিক্সেল এলইডি হেডলাইটগুলির সঙ্গে রত্নের মতো এফেক্ট সহ সিগনেচার ডে টাইম রানিং লাইট রয়েছে। এছাড়াও সামনের দিকে রয়েছে একটি নতুন ডিজাইনের ফ্রন্ট গ্রিল। পিছনে রয়েছে শক্তিশালী ওভারহ্যাং, যা গাড়িটিকে ভারসাম্য প্রদান করার পাশাপাশি রেঞ্জ রোভার ভেলারের প্রভাবশালী দৈর্ঘ্যকে হাইলাইট করছে।

SUV গাড়িটি ক্যারাওয়ে এবং ডিপ গারনেট রঙের সঙ্গে দুটি নতুন লেদার ইন্টিরিয়ারের বিকল্পে উপলব্ধ হতে চলেছে। স্টিয়ারিং হুইলে নতুন মুনলাইট ক্রোম রঙের বৈশিষ্ট্য পাওয়া যাবে। এক্সটিরিওর প্যালেটে মেটালিক ভারেসিন ব্লু এবং প্রিমিয়াম মেটালিক জাদার গ্রে রঙের মধ্যে যে কোন একটি পছন্দসই বিকল্প বাছাই করার সুবিধা পাবেন গ্রাহকেরা। এছাড়াও, এই গাড়িটিই JLR-এর প্রথম গাড়ি যা নেক্সট জেনারেশন পিভি প্রো ইনফোটেইনমেন্টের বৈশিষ্ট্য সহ লঞ্চ করা হবে। এটি নতুন 28.95 সেন্টিমিটার কার্ভড গ্লাস টাচস্ক্রিনের মধ্যে সমস্ত মূল গাড়ির ফাংশনগুলির নিয়ন্ত্রণকে অন্তর্ভুক্ত করছে।

You might also like!