Technology

2 years ago

iPhone 15 সিরিজের সব মডেলের,জেনে নিন ডিটেইলস

iPhone 15 series
iPhone 15 series

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  iPhone 15 series এর এন্ট্রি হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী Apple Sony কোম্পানির কাছে ক্যামেরা সাপ্লাইয়ের অর্ডার দিয়েছে এবং সেখানে 48 মেগাপিক্সেল ক্যামেরা লেন্সের দাবি করা হয়েছে।নতুন iPhone সিরিজে 5টি মডেল লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে Apple iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max অন্তর্ভুক্ত থাকবে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে iPhone 15 সবথেকে ছোট মডেল হবে এবং iPhone 15 Pro Max হবে এই সিরিজের সবচেয়ে বড় এবং সবচেয়ে দামী মডেল। প্রত্যেকটি মডেলেই 48MP ক্যামেরা দেখা যেতে পারে।

iPhone 15 সিরিজের সম্ভাব্য দাম

iPhone 15 সিরিজের টপ মডেলের দাম 1,299 মার্কিন ডলার (প্রায় 1,07,000 টাকা) পর্যন্ত যেতে পারে। যা iPhone 14 সিরিজের থেকেও 200 মার্কিন ডলার (প্রায় 16,500 টাকা) বেশি। আগে কখনও কোনও আইফোন লঞ্চের সময় আগের জেনারেশনের থেকে এতটা দাম বাড়ায়নি Apple।

জানা গিয়েছে iPhone 15 সিরিজের সবথেকে দামি ফোন হতে চলেছে iPhone 15 Ultra।

iPhone 15 সিরিজের স্পেসিফিকেশন 

iPhone 15 সিরিজের ভ্যানিলা এবং প্লাস মডেল A16 Bionic চিপ দেওয়া যেতে পারে। Pro এবং Pro Plus মডেলগুলি A17 Bionic চিপসেটে লঞ্চ করা যেতে পারে।

Apple iPhone 15 সিরিজের সাথে USB Type-C পোর্টও শুরু করতে পারে। অর্থাৎ, নতুন আইফোনগুলি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতো USB Type-C port সাপোর্ট করবে।

iPhones সাধারণত খুব বড় ব্যাটারি সাপোর্ট করে না। লিক রিপোর্ট অনুযায়ী iPhone 15 সিরিজে 4,200mAh ব্যাটারি দেখা যেতে পারে।

iPhone 15, 15 Plus, 15 Pro এবং 15 Pro Max-এর ডিসপ্লে সাইজ আলাদা হবে।এর মধ্যে 6.1 ইঞ্চি থেকে 6.7 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন দেওয়া যেতে পারে।

You might also like!